সহজ ভাষায় কমন সেন্স
আপনি যখন ইংরেজি এই শব্দযুগল ব্যবহার করেন তখন আসলে কী বোঝান? আপনি চিন্তা করতে লেগে গেছেন।
অমুকের কমন সেন্স নেই, তমুকের কমন সেন্স ভাল—এসব কথা আপনারা প্রায়ই বলাবলি করেন। এবার দেখুন ত ‘কমন’ বলতে ঠিক কী বোঝান?
একটা ধারণা আপনার চেতনায় কাজ করছে, তাই না? সেখানে কী দেখতে পাচ্ছেন? নিচে দেখুন :
যে অর্থে কমন সেন্স শব্দযুগল ব্যবহৃত হয় সে অর্থে কমন মানে হল কমপক্ষে দুটি ক্ষেত্রে বা সব ক্ষেত্রে থাকা। কী থাকে? বৈশিষ্ট্য থাকে। ধরুন পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার বিষয়টা। টিচার যেসব প্রশ্ন সাজেস্ট করেছেন তাদের মধ্যে যেগুলো পরীক্ষায় পাচ্ছেন সেগুলোকেই বলছেন কমন পড়েছে, তাই না? তাহলে কী দাঁড়াচ্ছে? দুটি ক্ষেত্রে থাকলে তবেই বলা হচ্ছে কমন আছে বা কমন পড়েছে।
সুতরাং কমন বৈশিষ্ট্য উপলব্ধি করার ক্ষমতাই হল কমন সেন্স।
আপনি যখন বলেন, এটা ত খুব কমন বিষয়, তখনও কিন্তু ওই বিষয়টির বৈশিষ্ট্যগুলোই আপনার চেতনায় সক্রিয় হয়।
আপনি জানেন, একটি বিষয়ের কমপক্ষে একটি বৈশিষ্ট্য থাকে। একাধিক থাকতে পারে। দু ধরনের দুটি বিষয়ের কমপক্ষে দুটি বৈশিষ্ট্য থাকে। ততোধিক থাকতে পারে। অনুরূপ, তিন বা তারচেয়ে বেশি ধরনের বিষয়ের কমপক্ষে তিনটি বা তারচেয়ে বেশি বৈশিষ্ট্য থাকে। আবার একই ধরনের একাধিক বিষয়ের মাত্র একটাই বৈশিষ্ট্য থাকতে পারে।
ধরুন, একটি বিষয় হল গরু। গরুর কয়েকটা বৈশিষ্ট্য :
গরু একটি প্রাণী। এর চারটি পা আছে। ঘাস ও কিছু খাদ্যশস্য খায়।
আরেকটি বিষয় ধরুন বাঘ। বাঘের কয়েকটা বৈশিষ্ট্য :
বাঘ একটি প্রাণী। এর চারটি পা আছে। এরা শুধু মাংস খায়।
আবার ধরুন পাখি। পাখির কয়েকটা বৈশিষ্ট্য :
পাখি একটি প্রাণী। দুটি পা ও দুটি পাখা আছে। এরা ফলমূল, শস্যদানা, পোকামাকড়, মাছ প্রভৃতি খায়।
মানুষের কয়েকটা বৈশিষ্ট্য : মানুষ একটি প্রাণী। দুটি পা, দুটি হাত ও বুদ্ধি আছে। প্রায় সব খায়।
এবার দেখুন, কোনো একটি বৈশিষ্ট্য দুই বা সব ধরনের বিষয়ের মধ্যে থাকতে পারে। দুই বা সব ধরনের বিষয়ের মধ্যে থাকা বৈশিষ্ট্যই হল কমন বৈশিষ্ট্য। উপরের চারটি বিষয়ের মধ্যেই কোন বৈশিষ্ট্যটি দেখছেন?
ওরা সবাই প্রাণী। সবার প্রাণ আছে।
কমন বৈশিষ্ট্য এক বা একাধিক হতে পারে। উপরে গরু ও বাঘের দুটি কমন বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। ১. উভয়ই প্রাণী, ২. উভয়েরই চারটি করে পা আছে।
চারটি বিষয়ের চারটি কমন বৈশিষ্ট্য দেখুন:
বাস, ট্রেন, প্লেন, জাহাজ।
১. মানুষ ও মাল বহন করে।
২. জীবাশ্ম জ্বালানি চালিত।
৩. মূল কাঠামো লোহার তৈরি।
৪. বিকট শব্দ করে চলে।
এবার এদের আন-কমন বৈশিষ্ট্যগুলো দেখুন।
বাস : লোহা ও রবারের চাকা আছে। রাস্তায় চলে।
ট্রেন : লোহার চাকা আছে। লোহার স্লিপারের ওপর দিয়ে চলে।
প্লেন : লোহা ও রবারের চাকা এবং পাখা আছে। আকাশে ওড়ে।
জাহাজ : প্রপেলার আছে। পানিতে চলে।