বিজ্ঞানের মজা পর্ব -1



শিক্ষক: আচ্ছা, বলোতো প্রথম ইলেকট্রনিক গোয়েন্দা কে?

ছাত্র: এতো খুবই সোজা স্যার। শারলক ওহমস।

গাণিতিক বিভাজন

১ম বন্ধু: আচ্ছা, তুই এমন কোন বিভাজনের কথা বলতে পারিস যাতে পরিমাণ বেয়ে যায়?

২য় বন্ধু: হ্যাঁ। কেন, ১ এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলেই তো হলো।

১ম বন্ধু: তা ঠিক। কিন্তু আমি তা বোঝাতে চাইনি। আর কিছু বলবি?

২য় বন্ধু (একটু ভেবে): হ্যাঁ, পেয়েছি। কোষ বিভাজন। কোষ বিভাজন মানেই কোষের সংখ্যা বৃদ্ধি।

DNA এর পূর্ণরুপ

শিক্ষক ক্লাসে: বলতো DNA এর পূর্ণরুপ কী?

ছাত্র: স্যার, National Dyslexics Association.

[Dyslexics এক ধরনের রোগী যারা স্বাভাবিক বুদ্ধি থাকা সত্ত্বেও শব্দের বানান ভুল দেখে এবং অনেক সময় ঠিকভাবে বানান বা উচ্চারণ করতে পারে না।]

শিক্ষক ও ছাত্র

শিক্ষক: CH2O কিসের সঙ্কেত।

ছাত্র: সামুদ্রিক পানি।

শিক্ষক : কেন তোমার এমন মনে হলো ? ছাত্র : উচ্চারণ করে দেখেন-সীH2O

চকলেটের সংকেত

শিক্ষক: চকোলেটের সঙ্কেত কী?

ছাত্র: কার্বন-হলমিয়াম-কোবাল্ট- ল্যানথানাম-টেলুরিয়াম তথা (CHoCoLaTe)।

দুই ইলেকট্রনের কথোপকথন

জেলখানায় দুই ইলেকট্রন বন্ধুর কথোপকথন।

১ম বন্ধু: কিরে! তুই জেলে আসলি কেন?

২য় বন্ধু: আমি নিষিদ্ধ অঞ্চলে ছিলাম।

Post a Comment

Previous Next

نموذج الاتصال