ব্যক্তিত্ববান হওয়ার কিছু সহজ উপায়

 


ব্যক্তিত্ববান হওয়ার কিছু সহজ উপায়


 ১.নিজের কাছে সৎ থাকাঃ 

বিব্রতকর পরিস্থিতিগুলো সবসময়ই অপ্রীতিকর । আপনি যা নন তা হওয়ার চেষ্টা করবেন না । নতুন কারো সাথে পরিচিত হওয়ার সময় যদি তাদের সাথে আপনার কোনো বিষয়ে মিল না থাকে, তবে ঘাবড়ানোর কিছু নেই । তাদের সাথে হালকা কথাবার্তা চালিয়ে যান এবং বন্ধুসুলভভাবে প্রশ্ন করুন ।

ধরে নিন,আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন এবং সেখানে নতুন কিছু বন্ধু বানাতে চান । কিন্তু কোনো একজনের সাথে কথা বলতে আপনার বিরক্ত লাগছে । সেক্ষেত্রে কোনরকম অভিনয় না করে, বিনয়ের সাথে আলাপচারীতা শেষ করুন ।

                      ২.আনন্দে থাকাঃ 

সবসময় ভালো কিছুর খোঁজ করুন, ইতিবাচক ধারণা রাখুন এবং হাসিখুশি থাকুন । একজন সুখী মানুষকে কেউ বাঁধা দিতে পারে না । এর অর্থ এই নয় যে, আপনাকে নিজের সাথে প্রতারণা করতে হবে বা নিজের অনুভুতিগুলো ধামাচাপা দিতে হবে ।

কোনো কিছু আপনার বিরক্তির কারণ হওয়া সত্ত্বেও হাসিখুশি ভাব ধরে রাখতে হবে এমনটা নয় । সবকিছুর ভালো দিক খুঁজে বের করুন এবং তা নিয়ে আনন্দে থাকুন ।

          ৩.জনপ্রিয় হওয়ার চেষ্টা না করাঃ 

অন্যদের কাছে জনপ্রিয় হওয়া যদি আপনার মূল লক্ষ্য হয়ে থাকে, তবে আপনি আপনার আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছেন । তাই নয় কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন একটি নির্ভরতার ফ্রেন্ড সার্কেল তৈরি করুন, আপনি যাদের প্রতি আন্তরিক এবং যারা আপনার প্রতি অমায়িক ।এমন কিছুর পেছনে ছুটবেন না যে, আপনার অসংখ্য বন্ধু থাকতে হবে ভেবে শুধু সংখ্যায় বন্ধু বাড়াচ্ছেন । যাদের সঙ্গ আপনার ভাল লাগে শুধু তাদেরকে সাথে থাকুন । যদি সেটা সংখ্যায় প্রচুর হয় তাহলে ভাল, সংখ্যায় মাত্র তিনজন হলেও চলবে । 

           ৪.নিজের আগ্রহ বাড়ানোঃ 

যেকোনো বিষয়ে কথা বলার আগ্রহ থাকাটা ভালো ব্যক্তিত্বের অন্যতম একটি প্রধান গুণ । এর মানে এমন না যে, কোন একটি দুর্বোধ্য বিষয়ে শুধুমাত্র আপনার আগ্রহ আছে বলেই সেটা শিখে ফেলতে হবে । আবার আপনি যদি খুব সহজে ও মজার করে কোন কিছু অন্যদেরকে বোঝাতে বা শেখাতে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কি পছন্দ করেন, কি করেন না, সেটাও ব্যাপার না ।

তাই প্রতিদিন কিছু না কিছু অন্তত পড়ুন । বিনোদনমূলক কিছু দেখুন এবং নতুন নতুন শখ তৈরীর মাধ্যমে নিজের অভিজ্ঞতা বাড়ান ।

        ৫.যেকোনো বিষয়ে মতামত দেওয়াঃ 

এটাও আগের পয়েন্টে যেটা উল্লেখ করেছি, ঠিক আগ্রহ বাড়ানোর মতই ব্যাপার । আপনি যখন অন্যের সাথে কোন একটি বিষয়ে কথা বলতে যাবেন, খুব স্বাভাবিকভাবেই আপনি চাইবেন, সেই বিষয়টিতে আপনার ধারণা থাকুক ।

রাজনীতি, খেলাধুলা,বিনোদন অথবা অন্য যেকোনো ব্যাপারে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করুন ।

কথা বলতে গিয়ে নিজের মতামত প্রকাশ করুন । কারো কথার সাথে সমর্থন অথবা দ্বিমত প্রকাশ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। নম্র ভাষায় নিজের যুক্তি উপস্থাপন করুন । যারা নিজের মত প্রকাশ করতে সক্ষম, এমন ব্যক্তিত্বকে মানুষজন সমীহ করে ।

Post a Comment

Previous Next

نموذج الاتصال