শরতের ছোঁয়া




শরতের ছোঁয়া 
         "  বৈশাখী বিশ্বাস টপি "

      ঘাসের ডগায় শিশির কণা বাঁধছে সাধের ঘর,
শিশির-ঘাসের দারুণ প্রেম জমছে বছর পর।
মেঘ কুমারী আপন রূপে সাজ নিয়েছে বেশ,
দিগন্তে আজ মিশে গেছে নেই যে রূপের শেষ।
হলদে-সাদা কদম ফুলে ভ্রমর জমায় মেলা,
শীতের আগে শরত এসে দেখায় রূপের খেলা।
কাশের বনে সাদার ভেলা নরম নরম ছোঁয়া,
স্বচ্ছ আকাশ চাঁদের আলো মনটা গেল খোয়া। 
ঋতুর রাণীর রূপের নেশায় হলাম পাগলপরা,
নেশায় পড়ে মন হারিয়ে খেলাম আমি ধরা।

1 Comments

Previous Next

نموذج الاتصال