আকাশ নীল কেন? আকাশ সম্পর্কিত সকল কনসেপ্ট

 

আকাশের যত রং-

১.আকাশের রঙ কেন নীল?
২.দিগন্ত জুড়ে নীল আভা দেখা যায় কেন?
৩.পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে নীল দেখায় কেন?৪.সূর্যাস্ত ও সূর্যদয়ের সময় আকাশ লাল দেখায় কেন?


  • আকাশের রঙ কেন নীল?

 নীল আকাশ
আকাশ কেন নীল তা জানতে হলে আমাদেরকে আলো সম্পর্কে একটু জানতে হবে। সূর্য থেকে আসা আলো  সাদা দেখালেও মুলত এটা নানা রঙের বর্ণালীর সমষ্টি,যেমনটা আমরা রংধনুতে দেখে থাকি।
আমরা আলোকে কল্পনা করতে পারি একটা শক্তির তরঙ্গ হিসেবে।আর প্রত্যেকটি রঙের আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্য  আছে এ তরঙ্গদৈর্ঘ্যের সবচেয়ে উপরে অবস্থান করছে লাল যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং অপর প্রান্তে অবস্থান করছে বেগুনী এবং নীল যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট।
আকাশের নীল রং

ছবি-২ঃবিভিন্ন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য 
তাছাড়া আলো সরল পথে চলে যতক্ষন না কিছুতে বাধাপ্রাপ্ত হয়।তখন এগুলোর ওপর এ ৩টির মাঝে একটি প্রভাব পরে-

  • প্রতিফলন (আয়নার মতো)
  • দিক পরিবর্তন (প্রিজম এর মতো) 
  • বিক্ষেপন (বাতাসের কণার মতো) 


আলো যখন পৃথিবীর বায়ুমন্ডলের ভেতরে প্রবেশ করে তখন বাতাসের ছোট ছোট কণা (বিশেষ করে অক্সিজেন,O ও হাইড্রোজে,H) একে বিক্ষিপ্ত করে।কারণ এ অনু সমূহ আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা অনেকটাই ছোট।আর এ বিক্ষেপনের পরিমান নির্ভর করে তরঙ্গদৈর্ঘ্যের ওপর। এ ইফেক্টকে বলা হয় Rayleigh Scattering, যা দেয়া হয়েছে এর আবিষ্কারক Lord Rayleigh এর নামানুসারে। 

বিভিন্ন রঙের আলো
ছবি-৩ঃবিভিন্ন রঙের আলো।
ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো(নীল ও বেগুনী)'র সবচেয়ে বেশি বিক্ষেপন হয়।তাই,নীল আলোর বিক্ষেপন আমাদের চোখে অন্য আলোর  চেয়ে বেশি ধরা পরে।এখন প্রশ্ন আসবেই যে,তবে কেন আকাশ বেগুনী দেখায় না যখন নীল অপেক্ষা বেগুনীর তরঙ্গদৈর্ঘ্য ছোট?এর কারণ হলো সূর্যের আলোয় এত বেশি বেগুনী আলো নেই যা এর জন্য দরকার।আর আমাদের চোখ বেগুনী অপেক্ষা নীলের জন্য অনেকটা বেশি সসংবেদনশীল।

তাই নীল আলোই নক্ষত্রদেরকে ঢেকে দিয়ে আকাশকে তার রঙ দেয়।


  • দিগন্ত জুড়ে নীল আভা দেখা যায় কেন?


আপনি এটা হয়তো লক্ষ করেছেন যে দিগন্তের দিকে আকাশের নীল রঙ আবছা হয়ে থাকে।এটা কেন হয়?এর কারণ দিগন্তের দিকের আলোকে অনেক বেশি পথ পারি দিতে হয়।এতে তাদের বিক্ষেপনো বেশি হয়।আর ভূপৃষ্ঠ ও এ আলোকে বিক্ষিপ্ত করা ও প্রতিফলন করতে ভুমিকা পালন করে।এরি ফলস্বরূপ নীল আলোর তিব্রতা কমে যায় এবং সাদা আলোর পরিমান বেড়ে যায় ফলে সেখানটা আবছা হয়ে ওঠে বা নীল রঙ ক্ষীণ হয়ে আসে।

  • পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে নীল দেখায় কেন?

আমরা ওপরে পড়লাম আকাশের রঙ নীল, দিগন্তের দিকে নীল রঙ ক্ষীণ হয়ে যায়।কিন্তু পৃথিবীকে বাইরে থেকে নীল দেখায় কেন?প্রশ্নটা মনে নাড়া দিয়ে উঠল তো?এর কারণ পৃথিবীর বাইরের দিকে অবস্থান করে ওজন(O3) এর স্তর।জীবের জন্য যেটা খুবি গুরুত্বপূর্ণ।কেননা,ওজন স্তর ক্ষতিকর অতীবেগুনী রশ্মি প্রতিফলন করে ফলে জীব ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকেও বেচে যায়।আর এ ওজনগ্যাসের রঙ হচ্ছে নীল।মূলত এটি নীল ও বেগুনী প্রতিফলন করে।আর সূর্যের আলোয় বেগুনী আলো কম এবং আমাদের চোখ নীলের প্রতি সংবেদনশীল হওয়ায় বাইরে থেকেও আকাশ নীল দেখায়।
তবে প্রশ্ন আসতে পারে যে,ওজন যদি নীল আলো প্রতিফলিত করে দেয় তবে পৃথিবীতে নীল আলো আসবে কিভাবে?এর কারণ,ওজন সাধারনত খুব অল্প তরঙ্গদৈর্ঘ্যের আলোকে প্রতিফিলিত করে যার মাঝে নীল অল্প পরিমানে আছে তাই অনেকটা আলোই পৃথিবীতে প্রবেশ করতে পারে পৃথিবীর আকাশ কে রাঙিয়ে তুলতে।


  • সূর্যাস্ত ও সূর্যদয়ের সময় আকাশ লাল দেখায় কেন?

আমরা অনেকে আগে থেকেই যানি যে যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি সে আলো বেশি পথ অতিক্রম করতে পারে।সূর্যাস্ত ও সূর্যদয়ের সময় সূর্য দিগন্তে অবস্থান করে।তাই,আলোকে সবচেয়ে বেশি পথ অতিক্রম করতে হয়।আর অন্যান্য আলো এতটাই বিক্ষিপ্ত হয়ে যায় যে তা আর আলাদাভাবে চেনা যায় না।লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় শুধুমাত্র এট দেখাই মানুষের জন্য বোধগম্য হয়।   


তথ্যসূত্র-              

ছবিসূত্র-

Post a Comment

Previous Next

نموذج الاتصال