মোটিভেশন💖💖💖
নিজের জীবনকে বদলাও ✊
প্রথমে একজন পথপ্রদর্শক খুঁজো। সে সারাদিন কি কাজ করে সেগুলো অনুসরণ করো।
এমন ভাবে পদপ্রদর্শক খুঁজবে যেন তোমার সাফাল্যতা অর্জনের পর যখন বলবে তোমার সাফল্যের কিছু কারণ বলো।তখন যেন সবার আগে তোমার সেই মানুষটার কথা মনে পরে যে তোমার পথপদর্শক ছিল।এবং বলবে ঔ ব্যক্তি ছাড়া আমি আজ এইখানে দাঁড়িয়ে আপনাদের কিছুই বলতে পারতাম না।এরকম জায়গায় আপনি কখন যাবেন যখন আপনি সাফল্য পাবেন।সাফল্য তো আর গাছে ধরে না। যে আপনি পেরে আনবেন।এমন কিছু কিছু কাজ আপনাকে একের পর এক করতে হবে যেন সেটাই আপনাকে সাফল্য এনে দিবে।কিছু ধাপ উল্লেখ করা হলো:
ধাপ১:প্রথম ধাপ টা আমি আগেই বলেছি পথপ্রদর্শক খুজতে হবে।
ধাপ২: আপনি সারাদিন কি কি কাজ করবেন এবং কতক্ষন পড়বেন তার একটা রুটিন তৈরি করুন। পড়ার রুটিন সর্বনিম্ন ১০ ঘন্টা থাকা খুবি দরকার। প্রথম কিছুদিন একটু কষ্ট হবে।কিন্তু দেখবেন কিছুদিন পর আপনি পড়াতেই আনন্দ খুঁজে পাবেন।
ধাপ৩:স্বপ্ন পূরনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ।তোমার সফলতার পিছনে সবসময় লেগে থাকতে হবে।হাল ছাড়লে চলবে না।
ধাপ৪:তুমি নিজের জীবনকে বুঝতে শিখো।জীবনে কোনটা তোমার পেতেই হবে। সেটা দেখো।সেটার দিকে ছুটতে থাকো।হ্যা এটাই আমি বলছি তুমি ছোটো। সাফাল্য তোমার সামনে।সাফাল্য টাকে ছিনিয়ে নাও।
ধাপ৫:সাফল্যটা পাইতে তোমার চেহারা লাগবে না।তোমার যোগ্যতাকে কাজে লাগাও।আর কোন না কোন যোগ্যতা সবার মধ্যেই থাকে। এটাই বাস্তবতা।
thanks for reading
ReplyDelete