জীবন অর্থ কী?
জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সময় টাকে জীবন বলে।
আসলে আমরা শুধু ভাবি।একটাইতো জীবন। এতটুকু সময় আনন্দ করেই কাটিয়ে দেবো। আজ মরলে কাল দুই দিন।হুম অবশ্য এটা ঠিকই। কিন্তু তোমার কি এটা একবারও মনে হয় না যে পৃথিবীতে আমার নাম টা স্বরণীয় থাকুক।কম বেশি সবারই মনে চায়।কিন্তু সেই কাজ করার জন্য কষ্ট টুকু আমরা করতে চায় না।
কিন্তু আমরা মুখে ঠিকই বলে থাকি কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তাহলে আমরা চায় এটাই যে কষ্ট না করে আমরা খ্যাতি লাভ করবো।তাতে কি আসলে আমাদের চাওয়া টা পূরণ হবে? না পূরণ হবে না।
আচ্ছা আমরাতো অনেক বিখ্যাত মানুষ দের চিনি।বিখ্যাত কবি,বিখ্যাত বিজ্ঞানি,বিখ্যাত গায়ক,বিখ্যাত কত মানুষই না আমরা দেখছি।তোমরা বই পড়ে বা যেকোনো ভাবে জানবার চেষ্টা করো তারাকি আমাদের মতো কষ্ট না করে কেষ্ট পাওয়ার আসায় বসেছিল।তারপর হটাৎ করে পেয়ে গেছে তাদের নামের খ্যাতি।এমন টা কখনো সম্ভব? না সম্ভব না।
তাই চলো আমরা আমাদের স্বপ্ন পূরণের কাজে লেগে পরি।সবাইকে দেখিয়ে দেবো।আমি কোন অপদার্থ নয়।কারো কোনো বোঝা নয়।কিন্তু বোঝাতো তখন হবো নিজের কাছে। যখন আমরা কোন চেষ্টা না করেই ভাববো এটা আমার দ্বারা সম্ভব না।কিন্তু আসলে আমাদের দ্বারা সব সম্ভব। কারন মানুষ পারেনা এমন কোন কাজ নেই।
যদি মানুষ কিছু নাই পরতো।তাহলে কেও পৃথিবীর বাইরে যেতে পারতো না।আকাশে উড়তে পাড়তে না।এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত চলে যেতে পারতো না।হ্যা এগুলো মানুষই করেছে।কতো ধরনের জিনিস উদ্ভাবন করেছে।আমীা যদি মানুষ হয়ে থাকি আমরাও পারবো।জীবনে এমন অনেক কাজ করতে।যা আমাদের বিখ্যাত করে তুলবে।চলো আজ থেকে লেগে পরি।হ্যা আজ থেকেই।অনেক সময় চলে গেছে। আর দেরি নয়।
Go ahead
ReplyDeleteAll the Best Dada... Let's go..✌✌
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThanks Bon😍
ReplyDelete