বাংলার চাষী




বাংলার চাষী

"বৈশাখী বিশ্বাস টপি"


ভোর না হতে লাঙ্গল কাঁধে 
ফলায় মাঠে ফসল।
ওরাই কৃষক ওরাই শ্রমিক 
আসল কি বা নকল।
ওদের পরিশ্রমে শস‍্য শ‍্যামল
গোলা ভরা ধান।
তাদের মুখেই জারি সারি 
আর ভাটিয়ালি গান।
তাদের দু:খ পাহাড় সমান 
বুঝবে না ভাই কেহ। 
রৌদ্রতাপে মরুর মাঝে 
শুকায় ওদের দেহ।
ভাড় কাঁদে সে বিক্রি করে 
নিপুণ মাটির হাড়ি।
পাখপাখালি জাগার আগে 
বেড়ায় সবার বাড়ি।
অল্প টাকা রোজি করে 
চলে ওদের সংসার।
ওরাই দেশের আসল শ্রমিক 
ওরাই দেশের অহংকার।

Post a Comment

Previous Next

نموذج الاتصال